“Nothing is impossible. The word itself says – I’m possible.”
~ Audrey Hepburn ~
একটা গল্প বলি। একজন রিক্সাওয়ালার গল্প। গল্পের নায়কের নাম জয়নাল আবেদীন, বয়স ৫৫। ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের এক গ্রামে ২৫ বছর আগে জয়নালের বাবা চিকিৎসার অভাবে মারা যান। ঘটনার শেষ এখানেই হতে পারতো। কিন্তু অনেক বছর পর, ২০০৮ সালে এই মানুষটিই মনোনীত হন ‘সাদা মনের মানুষ’ হিসেবে। কারণ জানতে চাইলে একটু পেছনে ফিরে যেতে হবে।
বাবার মৃত্যুর পর জয়নাল আর তাঁর স্ত্রী ঢাকা শহরে চলে আসেন। জয়নাল আবেদীন রিক্সা চালান, আর স্ত্রী লাল বানু একটা ক্লিনিকে কাজ করেন। ১৪ বছর ধরে তাঁরা দুজন দুটো পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২.৮৪ লাখ টাকা জমা করেন, তারপর ২০০১ সালে ফিরে যান নিজ গ্রামে। হাড়ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে একটা জমি কিনে তাতে নিজেদের বসবাসের জন্য একটা ঘর তোলেন। সাথে একটা হাসপাতাল, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটা ফ্রী কোচিং সেন্টার আর একটা মক্তব!
জয়নাল আবেদীনের এই অসাধারণ প্রচেষ্টা অনেক জায়গা থেকে স্বীকৃতি পেলেও এ প্রতিষ্ঠানগুলো চালানো এখন তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। বয়স বাড়ার কারণে তাঁর পক্ষে আগের মত পরিশ্রম করে এগুলোর খরচ জোগানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁর পাশে এসে দাঁড়িয়েছে কমিউনিটিঅ্যাকশন।
জয়নাল আবেদীনের কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের জন্য CA’র পক্ষ থেকে একটি লাইব্রেরি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। কমিউনিটি অ্যাকশন এর আগে “বই অন্বেষণ” প্রজেক্টের আওতায় বিভিন্ন জায়গায় ৯টি লাইব্রেরি গড়ে তুলেছে। গত রমজান মাসে এ অর্গানাইজেশনের আয়োজিত অ্যাকশনঃ পিঁয়াজু-বেগুনী‘তে পথশিশুদের সাথে ইফতার ভাগাভাগি করেছিল অনেক বুয়েটিয়ান। এবার এই লাইব্রেরির জন্যও কি আমরা যার যার সাধ্যমত সাহায্য করতে পারি না? আমাদের যা করতে হবেঃ
- আমাদের বাসায় পুরনো অনেক বই থাকে, যেগুলো আমাদের দরকার হয় না। এ বইগুলো CA সংগ্রহ করছে (বই ছেঁড়া হলেও সমস্যা নেই!)। এর মধ্যে যেসব বই লাইব্রেরিতে দেয়ার মত, সেগুলো সরাসরি সেখানে দেয়া হবে। আর অন্য বইগুলো (যে কোন ধরনের বই) নীলক্ষেতে পরিবর্তন/বিক্রি করে বাচ্চাদের উপযোগী বই কেনা হবে।
- কেউ চাইলে নতুন বই দিতে পারেন।
- টাকাও দিতে পারেন ইচ্ছে হলে।
যে ধরনের বই সরাসরি লাইব্রেরিতে দেয়া হবে তার একটা খসড়া তালিকাঃ
- পাঠ্য বই
- গল্পের বই (বয়স সীমা ৫- ১৮)
- ছড়া কবিতার বই
- Science Fictions
- সাধারণ জ্ঞানের বই , IQ
- জীবনী
- শিশু উপন্যাস
- শিশু পত্রিকা, কমিক্স
- Art Books
- সহজ ভাষার ভ্রমন কাহিনী
- বাংলাদেশ বিষয়ক বই, মানচিত্র, গ্লোব
- ইতিহাস ভিত্তিক বই, বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম
- World Classics for children
- স্বাস্থ্য, খেলাধুলা বিষয়ক সহজ ভাষার বই
যেসব কাজে সাহায্য দরকারঃ
- ক্লাসে ক্লাসে গিয়ে বই সংগ্রহ করা যেহেতু হাতে গোনা কয়েকজনের পক্ষে সম্ভব না, তাই প্রতি ক্লাস(সেকশন) থেকে, তা না হলে অন্ততপক্ষে একটা ব্যাচের একটা ডিপার্টমেন্ট থেকে একজন করে রিপ্রেজেন্টেটিভ দরকার, যার কাজ হবে ক্লাসের সবাইকে এই প্রজেক্টের কথা জানানো। আর ক্লাসের যারা যারা বই দিতে ইচ্ছুক তারা রিপ্রেজেন্টেটিভের কাছে বই জমা দেবে, যা তার কাছ থেকে সংগ্রহ করা হবে।
- বই সংগ্রহ শেষে যে বইগুলো সরাসরি লাইব্রেরিতে দেয়া যাবে না সেগুলো নীলক্ষেত থেকে পরিবর্তন/বিক্রি করে প্রয়োজনীয় বই কেনা।
- সবশেষে ক্লাস অনুযায়ী বই বাছাই, নম্বর দেয়া।
- বইগুলো জয়নাল চাচার হাতে তুলে দেয়া ওনার স্কুলটির জন্য।
যে যেই কাজ করতে আগ্রহী(বিশেষ করে প্রথম কাজটার ব্যাপারে) তারা কমেন্ট/মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারো কোন প্রশ্ন থাকলে তাও করতে পারেন। আরেকটা ব্যাপার, আমরা যে যেই ক্লাসকেই রিপ্রেজেন্ট করি না কেন, যে কারো কাছ থেকে যে কোন ধরনের বই-ই সংগ্রহ করতে পারবো। :)
আর আমরা কেউ যদি আর কোনভাবে সাহায্য করতে নাও পারি, তাহলেও আমাদের পরিচিতদের মধ্যে এ “বই অন্বেষণের” কথা ছড়িয়ে দিতে পারি, সরাসরি বলে কিংবা ফেইসবুকে লিঙ্ক শেয়ার করে! :)
Click: “বই অন্বেষণ” বিষয়ে রিশতার(CSE’08) Facebook note
Click: জয়নাল আবেদীন সম্পর্কে আরো জানতে চাইলে
Click: ডেইলি স্টারের রিপোর্ট
Click: বই অন্বেষণ
আমি Department of Architecture, BUET এ পড়ছি; বই সংগ্রহ তো বটেই, আমাকে দিয়ে যদি আরও কোন কাজ হয়; আমি যে কোন সময় করতে প্রস্তুত।
thanks dost. . . . :D :D :D আমি তোকে date and time জানাবো, w8. . . . .
আমি ঢাকা মেডিকেল কলেজ এ পড়ছি । আশা করি আমার ক্লাসমেটদের মাঝখান থেকে ভাল সাড়া পাব ।
Pingback: Our 13th Library With The Hope-Maker | CommunityAction Blog
খুবই ভালো লাগল এমন একজন সাদা মনের মানুষের কথা জানতে পেরে। তার এই সুন্দর চেষ্টা যেন নষ্ট না হয় সে জন্য অবশ্যই কারো পাশে আসা দরকার। আমরা কিছু করছি সেটা জেনে অনেক ভালো লাগছে। :)
আমি বুয়েট পুরকৌশল বিভাগে ৩য় সেমিস্টারে আছি…যে কোন ভাল কাজে পাশে থাকব…