শুরু হলো পথচলা…

বাসে উঠেই খুশি হয়ে গেলাম। এসি বাস,আরামদায়ক চেয়ার। যাচ্ছি বগুড়াতে, কমিউনিটিএকশনের সাথে এবার যোগ হয়েছে SINGAPORE MANAGEMENT UNIVERSITY(SMU)। বগুড়ার ধুনট উপজেলার খাদুলী গ্রামের পথে আমাদের যাত্রা,যেখানে ডাঃ ইব্রাহিম প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন অভাবের কারণে পড়ালেখা না করতে পারা কয়েকটি গ্রামের ছেলেমেয়েকে শিক্ষিত করতে। আমরা সেই পথের কিছু সাহায্য হতে চাই। আমরা CA এর মেম্বার ১১ জন আর SMU এর ১৯ জন।

জেট ল্যাগের কারণে সিঙাপুরের ওরা বাসে উঠেই ঘুম। CA এর আমরা বেশিরভাগই নিজেদের মধ্যে অপরিচিত। কিন্তু,অপরিচিতদের পরিচিত হতে আর কতক্ষণ লাগে। তাই ঘন্টাখানিক পরেই দেখা গেলো আমরা তুমুল গল্প শুরু করে দিয়েছি। গল্পের বিষয়ঃসিনেমা,গান, বই….অনেক কিছু।

বাসের ভেতর কয়েকজন

যমুনা ব্রিজে পৌছে আমরা ব্রিজের শুরুতে নামলাম। নামার আগে ঘুম থেকে উঠানো হলো SMU এর মেম্বারদেরও। কিন্তু সবাই নামতে না নামতেই ব্রিজের নিরাপত্তারক্ষীরা ছুটে এলো! এখানে নাকি নামা যাবে না……তাই আবার উঠে বসতে হলো বাসে। যাত্রার পথে মাঝে বাস থামিয়ে একটা রেস্টুরেন্ট এ অনেকে ঢুকলো ফ্রেশ হতে। আর আমরা? রাস্তার উলটো দিকের টং দোকানে……গরম গরম চা আর কেক।

বগুড়াতে ঢুকতে ঢুকতেই বেজে গেলো দুপুর ২টা। আমরা থামলাম “ফুড ভিলেজ” নামে একটা রেস্টুরেন্ট এ। পুরো রেস্টুরেন্ট দখল করে শুরু হলো খাওয়া-দাওয়া। ভাত,নানরুটি,সবজী,মাংস……আহ!

 

খাবার টেবিলে SMU মেম্বাররা

 

একশনিয়ারস:)

 

এখানেই পরিচয় হলো ইব্রাহিম ভাই এর সাথে। আমাদের এগিয়ে নিতে এসেছেন তিনি। হাসিখুশি মানুষটাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেলো।

আর বাকি ৮ কি.মি। কতক্ষণ-ই বা লাগবে, এই মনে করে যেই না আরাম করে বসেছি, তখনি দেখি আমাদের বিশাল বাস রাস্তার মধ্যে ফাঁদে পরার মতো আটকে গেলো। শুরু হলো বাসের ড্রাইভার, গ্রামবাসী, ইব্রাহিম ভাই সবার মধ্যে ব্যাপক আলোচনার আর গ্রামবাসীর ভিড় করে ঘিরে রাখা বাসের ভিতর আর বাইরে আমাদের ওঠানামা। বাসের দরজা খোলার পর এসি বাসের ঠান্ডা হাওয়া গায়ে লাগায় এক গ্রামবাসীকে অবাক হয়ে বলতে শুনলাম, “ইয়াল্লা,এইডার ভিতর থিকা দেহি ঠান্ডা বাতাস আহে!” তাদের পৃথিবীটা কতো ছোট!!

সেখানে প্রায় দেড় ঘন্টা আটকে থাকার পর আমাদের বাস ছেড়ে রওনা দিতে হলো ভটভটিতে… শ্যালো মেশিন দিয়ে চালিত ট্যাম্পু। বাঙালী যে কতো innovative তা এইসব যানবাহন দেখলে বোঝা যায়!

 

আহ বাংলাদেশ!

দুইপাশে সবুজ ধানক্ষেত, মাঝ দিয়ে আঁকাবাঁকা রাস্তা……অনেক দিন পর গ্রামে এসেই মনটা ভরে গেলো।প্রায় ৫ টার দিকে এসে পৌছালাম “ফ্রেন্ডস কমিউনিটি স্কুল”……এখানেই কাটবে আমাদের ৫টি দিন।

২৬.০৪.১১

-আমার ডায়রী থেকে

About Zahidul Islam

Student of IPE, BUET. Favorite quote: স্বপ্ন দেখতে তো পয়সা লাগেনা, সুতরাং ছোট করে কেনো দেখবো?
This entry was posted in Action: Light-up, CommunityAction, Live Blogging, Sheba and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *