ঝটপট স্টকহোম ব্লগিং! মার্কাস-ইউহানের জন্য :)

মার্কাস আর  ইউহান ভয়াবহ লেভেলের রিসার্চার। একটা এক্সামের অর্ধেক পার্টের রিপোর্ট দিলো এখন। অনার্স সহ A! প্রজেক্ট পার্টনার ছিলো ইউহানেস। মার্কাসের মতো ঝানু জার্মান জিনিয়াস থেকে এটা একটু অপ্রত্যাশীত রকম বাড়াবাড়ি ছিলো! কি লিখসি না লিখসি জানিনা; রিপোর্টের অর্ধেক যা লিখসি দিয়ে দিলাম।  কাজ: একটা অর্গানাইজেশনের ডাটাবেস, ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেকচার, ইনফরমেশন ডাটা-র প্ল্যানিং নিয়ে হাবিজাবি কাজ।

 

Johannes Edelstam….Sorry, friend. For uploading this :) I know u wont mind..

আমরা কি করলাম? CA-কেই অর্গানাইজেশন বানিয়ে ১০-১৫ বছর পরের ভবিষ্যৎ CA-এর ফিকটিসিয়াস প্ল্যানিং করলাম :) কি করসি বলতে গেলে বিশাল ইতিহাস লিখতে হবে। সোহা’পু দেখলে হার্টফেলই করবে মনে হয়। lol :)

কেউ ইন্টারেস্টেড হলে মার্কাসের কমেন্টসহ pdf রিপোর্টটা পড়তে পারেন।

পরের কাজটা পুরোপুরি কোডিং –এর। জমা দেওয়ার আগে মার্কাসকে আমাদের ব্লগটা দেখানোর লোভ সামলাতে পারছিনা। অপোজিশন প্রেশেন্টেশন–এ সবার হাতে সোহা’পু থেকে নেয়া CA-এর ফ্লায়ার ধরায় দিলাম। ইউহান তো খুব ইম্প্রেসড!

অ্যাকশনিয়ারস, মার্কাসকে গ্রীটিং দিয়ে ইংলিশে কয়টা ঝটপট কমেন্ট করো, প্লীজ :D

This part I gotta write in English for Markus, Johan and Johannes. I just wrote a short statement above about my work. On behalf of all Actioneers I would like to thank you all for showing interest to our work. Your remarks here would be a great inspiration for our Actioneers!

About Nabilson Crusoe

Actioneer Nabil is currently a graduate Student at Dept of Electrical Power, Norwegian University of Sci & Tech, Trondheim, Norway. Favorite: "1pound of flesh, no more, no less. No cartilage, no bone, but only flesh”. — Merchant of Venice ...that I do believe
This entry was posted in Misc.. Bookmark the permalink.

4 Responses to ঝটপট স্টকহোম ব্লগিং! মার্কাস-ইউহানের জন্য :)

  1. CommunityAction says:

    So very interesting, Johannes Edelstam!!!! :)
    Thank you! Hope to hear from you live here!
    Wish you all the best!

  2. Lily says:

    Great Johannes Edelstam!

    :D

  3. Hey buddy,
    I’m not entirely convinced with your modeling part. :P

    What are you using for coding?


    Having said these, I am over the moon to see your works! great initiative.. :-)
    hi5…

Leave a Reply to goriber_kotha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *