আমরা দাঁড়াতে চাই ওদের পাশে, আপনি কি দাঁড়াবেন আমাদের পাশে?

“শিক্ষা আমাদের মৌলিক অধিকার”

ছবির মেয়েটিকে দেখুন, অন্ধত্ব তার মনোবল কেঁড়ে নিতে পারেনি। আজন্ম অন্ধকারকে সঙ্গী করেই এগিয়ে চলছে আলোর সন্ধানে। শুধু ও একা নয়, আমাদের আশে পাশেই হয়তো আছে এমন আরো অনেক অদম্য মেধাবীরা। আমরা কি পারি আমাদের সময় থেকে কিছু সময় ওদের জন্য ব্যয় করতে?

আমি দাঁড়াতে চাই ওদের পাশে, আপনি কি দাঁড়াবেন আমার পাশে?

যারা নিজেদের সময় থেকে কিছুটা সময় এদের জন্য ব্যয় করতে চান, তাদের জন্য বলছিঃ

বদরুন্নেসা কলেজে মানবিক বিভাগে পড়ছে পাঁচজন অন্ধ ছাত্রী। তাদের উপযোগী ব্রেইলি বইয়ের অভাব এবং ব্রেইলি বই প্রস্তুতকারী কারিগরের স্বল্পতার কারনে তাদের পড়ালেখা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

শরীফা, অন্ধত্বকে জয় করে এগিয়ে যাচ্ছে, বদরুন্নেসা কলেজে প্রথম বর্ষের ছাত্রী সে

বইয়ের অভাবে তারা প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি। তাদের জন্য কমিউনিটি অ্যাকশনের উদ্যোগে দুই সেট ব্রেইলি বই তৈরি করার উদ্যোগ নেয়া হলেও, বই হাতে আসতে আরও দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে। এসময় যাতে এদের পড়ালেখা অব্যাহত থাকে তার জন্য আমরা ওদের কে ওদের বইগুলো আপাতত ভয়েস রেকর্ড করে দিতে চাই।

 

 

এই ভয়েস রেকর্ড করার জন্য আমরা হাতে পাবো এ মাসের ১৫ তারিখ পর্যন্ত, অর্থাৎ হাতে আছে সর্বসাকুল্যে ১০ দিন।

কিভাবে সাহায্য করা যাবেঃ

/ আপনি আপনার কন্ঠে একটি/ কয়েকটি অধ্যায় রেকর্ড করে দিতে পারেন।
/ আপনার কাছে যদি কোন এনালগ/ ডিজিটাল ভয়েস রেকর্ডার থাকে, আমাদেরকে আগামী ১০ দিনের জন্য ধার দিতে পারেন।
/ আপনার কাছে যদি ব্যবহৃত/ অব্যবহৃত অডিও ক্যাসেট থাকে আমাদেরকে ডোনেট করতে পারেন।
/ অর্থ সাহায্য করতে পারেন
/ আপনার উৎসাহী বন্ধুটিকে জানাতে/ উদ্বুদ্ধ করতে পারেন ।

ভয়েস রেকর্ডের জন্য আপনাকে প্রয়োজনীয় বিষয় বস্তু সরবরাহ করা হবে। উৎসাহীরা এখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাকে মেইল করতে পারেনঃ nurbaharyeasha@yahoo.com

“আমার কাছে দেশ মানে
একজনের পাশে অন্যজন”

আমি দাঁড়াতে চাই ওদের পাশে, আপনি কি দাঁড়াবেন আমার পাশে?

About NurBahar Yeasha

Actioneer Yeasha is currently studying at Computer Science and Engineering in BUET.
This entry was posted in Action: Guardians in the dark. Bookmark the permalink.

8 Responses to আমরা দাঁড়াতে চাই ওদের পাশে, আপনি কি দাঁড়াবেন আমাদের পাশে?

  1. Farah Nusrat says:

    আসছি, পাশে দাঁড়াতে … সহজ নয়, তবু হাত বাড়াতে ক্ষতি কী? :)

  2. Mohammad Alimuddin says:

    ভাই যেটুকু সামর্থ্য আছে তা দিয়েই সাহায্য করতে চাই ।আর্থিক সাহায্য দিতে কখন কোথায় আসতে হবে জানালে ভালো হবে।বন্ধুদের সাথে কথা বলে দেখি যদি কিছু সাহায্য পাওয়া যায় …।।

    • CommunityAction says:

      email here how you want to donate or you can come tomorrow, 5th Octo, at BUET Cafe, Time: 10 AM to 12 PM or 3 PM TO 5 PM and call 01747444466 here to contact.

      Thanks :)
      Come, be the guardians in the Dark!

  3. Rakib Islam says:

    পাশে না দাঁড়িয়ে পারলাম না… সকালে আসার চেষ্টা করব…না হলে বিকেল বেলা অবশ্যই আসব…বন্ধু মহলেও বেপারটা নিয়ে কথা চলছে…চেষ্টা করছি ভাল কিছু করার…

  4. pinash says:

    kothay kokhon shudhu etuku janaben .

  5. Meherunnessa Sathi says:

    আসছি পাশে দাঁড়াতে , যতটুকু সম্ভব চেষ্টা করবো সাহায্য করতে । :)

  6. Meherunnessa Sathi says:

    আসছি পাশে দাঁড়াতে , যতটুকু সম্ভব সাহায্য করতে চাই :)

  7. Mohammad Alimuddin says:

    ভাই আমি তো মেইল চেক করিনি তাই ৫ তারিখ যে, আসতে বলছেন তা আমি জানতে পারিনি।এখন কি করব?

Leave a Reply to Meherunnessa Sathi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *