কমিউনিটিঅ্যাকশন’এর তিন বছর… :)

প্রিয় অ্যাকশনিয়ার বন্ধুরা,

তিন বছর!! কত কিছু বদলে যায় তিন বছরে! ২০০৮ সালের ১৬ই ডিসেম্বর যখন কমিউনিটিঅ্যাকশন কাজ শুরু করেছিল, কেউ কি স্বপ্নেও চিন্তা করেছিল যে একদিন অ্যাকশনিয়ারদের সংখ্যা দাঁড়াবে ৫০০ এরও বেশিতে, যারা কিনা আবার ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের ৯০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে! কেউ কি কল্পনাও করেছিল যে আমাদের অ্যাকশন ১০০,০০০ এরও বেশি অধিকার এবং সুবিধা বঞ্চিত বাংলাদেশীর জীবন পরিবর্তনে ভূমিকা রাখবে?!

চতুর্থ বছরের শুরুতে দাঁড়িয়ে তাহলে আমাদের কাজ আর কাজের পদ্ধতির ব্যাপারে প্রায়শই মুখোমুখি হতে হয় এমন কিছু প্রশ্নের পর্যালোচনা হয়ে যাক:

পথশিশুদের সাথে ঈদ উদযাপন! ছবিটি অ্যাকশনঃ মেহেদি ম্যাজিক এ অংশগ্রহনকারী শিশুদের দু'জন। আপনি জানেন কি এই ঈদ-উল-আজহায় CA দেশ ব্যাপি বিভিন্ন এতিমখানায় ২১ টি গরু ও ২ টি ছাগল দান করেছে! :D

• কী আমাদের অর্জন?

• ওয়ান-ডে বা শর্ট-টাইম অ্যাকশন’এর উদ্দেশ্য কি?

• আমাদের কি কোন ভিশন আছে? আমাদের মিশন ই বা কি? কোন্ মূল্যবোধ(ভ্যালু) দ্বারাই বা আমরা পরিচালিত?

• পরবর্তী পরিকল্পনা কি?

এখন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা যাকঃ

-> আমাদের অর্জন কি?

এই প্রশ্নের তো কোন ছোট উত্তর নেই, উত্তর হলো এই ‘লম্বা’ লিস্ট টি। তাও অল্প কিছু উল্লেখ করা যাকঃ

১/ আমরা দৃষ্টি প্রতিবন্ধিদের সাথে কর্মরত সবচেয়ে সক্রিয় ছাত্র-ছাত্রীদের সংগঠন (অ্যাকশনঃ গার্ডিয়ানস ইন দা ডার্ক), এমনকি আমরা দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য দেশের প্রথম পাঠ্যপুস্তক ভিত্তিক গ্রন্থাগার তৈরি করার চেষ্টা করছি (Bangladesh’s FIRST text-book based library for the visually impaired)। আশা করি ভবিষ্যতে এমন ভাগ্য আর কোনো দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীর হবে না যে তাকে বলতে হবে, সে তার পুরো উচ্চ-শিক্ষা জীবনে মাত্র ৩ পেইজ ব্রেইল (Braille) পড়তে পেরেছে।

২। অ্যাকশনঃ জলধারা– দেশের দক্ষিণ ও উত্তর অঞ্চলে ৮০ টিরও বেশি টিউবওয়েল, ৬৬০০০ মানুষ! এইচএসবিসিদা ডেইলি স্টার ক্লাইমেট এওয়ার্ড ২০১১ (HSBC-The Daily Star Climate Awards 2011) তে এই প্রকল্পটি বিভিন্ন বহুজাতিক আর সরকারি প্রকল্পের সাথে পাল্লা দিয়ে অংশগ্রহণ করেছে। :D

৩/ এ বছর অ্যাকশনঃ উষ্ণতা‘র আওতায় দেশ ব্যাপি ইতিমধ্যে ১০,০০০ এরও অধিক গরম কাপড় বিতরণ হয়েছে।

৪/ এবার অ্যাকশনঃ পেঁয়াজু-বেগুনি-তে ১৫,০০০ এরও বেশি পথশিশুর সাথে আমরা ইফতার ভাগ করেছি।

তাহলে দেখা যাচ্ছে এই লিস্টে কিছু আছে দীর্ঘমেয়াদী অ্যাকশনঃ (১,২) আবার কিছু আছে স্বল্পমেয়াদী (৩,৪)।

তো, স্বল্পমেয়াদী অ্যাকশন করে লাভ টা কি?

খুবই সাধারণ প্রশ্নঃ “একদিন ইফতার বিতরণ করে আর এমন কী হবে?”

“ক্ষুধার্ত কে খাবার দান সবসময়ই একটি মহৎ উদ্যোগ” এটা ব্যাপারটাতো আছেই, সাথে একটু অন্য দিক দিয়ে চিন্তা করা যাক! এর জন্য প্রথমেই জানা লাগবে CA এর মূল দর্শন কি- CA চায় প্রশিক্ষিত অ্যাকশনিয়ার তৈরি করতে, আর এখানেই আছে স্বল্প মেয়াদী অ্যাকশন গুলোর ভূমিকা! নতুন অ্যাকশনিয়াররা সাধারণত স্বল্পমেয়াদী অ্যাকশনগুলোর মাধ্যমেই CA তে প্রবেশ করে থাকে; এই অ্যাকশনগুলো তাদের CA এর কাজ-কর্ম সম্পর্কে যেমন কিছুটা পরিচিত করে তুলে, তেমনি সাথে কিছুটা প্রাথমিক প্রশিক্ষণও দিয়ে দেয়। এই ‘প্রশিক্ষণ’-ই তারা পরবর্তীতে দীর্ঘমেয়াদী অ্যাকশনগুলোতে কাজে লাগাতে পারে। আর দীর্ঘমেয়াদী অ্যাকশনগুলোতে কাজ করতে করতে শেখার পরিধি যে আরো বিস্তৃত হয় সেটা তো বলাই বাহুল্য! :)

তাহলে দাঁড়াচ্ছে যে, আমাদের শক্তি হচ্ছেঃ

১/ আমরা অ্যাকশনিয়ারদের প্রশিক্ষণে মনোযোগ দেই।

২/ আমরা মূলত দীর্ঘমেয়াদী অ্যাকশনগুলোকেই অধিক গুরুত্ব দেই।

৩/ আমরা বড় সমস্যার সমাধানে স্বল্প খরচের সৃজনশীল উপায় খুঁজে বের করার চেষ্টা করি

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। বগুড়ায় কমিউনিটিঅ্যাকশনের সাথে কাজ করার সময়।

 

-> আমাদের কি কোনো ভিশন আছে? আমাদের মিশনই বা কি? কোন্ মূল্যবোধ দ্বারাই বা আমরা পরিচালিত?

আবারো ফিরে আসি কমিউনিটিঅ্যাকশন- এর দর্শনেঃ

আমাদের,

ভিশনঃ মোরাল (নৈতিক)

মিশনঃ ইনফ্লুয়েনশিয়াল (প্রভাব বিস্তারকারী)

ভ্যালু বা মূল্যবোধঃ প্রফেশনাল (পেশাদারিত্ব)

আমাদের মূলমন্ত্র হলোঃ অ্যাকশনিয়াররা অবশ্যই অ্যাকশনের চাইতে গুরুত্বপূর্ণ! (অ্যাকশনিয়ার>অ্যাকশন)

কারন, আমাদের রেকর্ড সাক্ষ্য দেয় যে, সঠিক ভাবে অ্যাকশনিয়াদের গড়ে তুলতে পারলে তারা নিজেরাই যে কো্নো অ্যাকশনকে এগিয়ে নিয়ে যেতে পারে। মোরাল, ইনফ্লুয়েনশিয়াল এবং প্রফেশনাল অ্যাকশনিয়াররা দেশেরও সম্পদ।

-> পরবর্তী পরিকল্পনা কি?

নতুন প্রজন্মের যারা CA তে কাজ করছে, তাদের নেতৃত্ব বিকাশে সাহায্য করছে CA। অভিজ্ঞদের সাথে কাজ করে ধীরে ধীরে তারা নিজেদের গড়ে তুলছে।

নতুন বছরে আমাদের লক্ষ্য থাকবে আমাদের নিয়োগ নীতি ও পদ্ধতিকে আরো সময়োপযোগী এবং সুদৃঢ় করা; আর সামাজিক যোগাযোগ মাধ্যমে CA এর সকাশ উপস্থিতি। সেই সাথে আমাদের অ্যাকশনগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে আরো সাজানোর ব্যাপার তো আছেই। আর এ ব্যাপারে সকল ধরণের পরামর্শ আর গঠনমূলক সমালোচনাকে স্বাগতম। :)

অসাধারণ একটা যাত্রা ছিল এই তিনটি বছর! আর এর সবই সম্ভব হয়েছে তোমাদের মতো অসাধারণ সব অ্যাকশনিয়ারদের জন্য! :)

জানতে চাই তোমাদের অনুভূতিও !

কখনো কখনো আমাদের হাসি ও মানুষ কে খুশি করার জন্য যথেষ্ট, তাই না? :)

Even a Smile is Charity :D :D

This entry was posted in CommunityAction. Bookmark the permalink.

3 Responses to কমিউনিটিঅ্যাকশন’এর তিন বছর… :)

  1. Sohaila says:

    তিন বছর আগে যেই স্বপ্ন গুলো ছিল, তাতো কিছুমাত্র কমেইনি, বরং বেড়েছে বহুগুনে, নতুন মাত্রা পেয়েছে। বিকাশ হয়েছে একটি স্বতন্ত্র সংগঠনের, যাদের চিন্তা ভাবনা আর কাজ গুলো সবার থেকে আলাদা! :)

  2. চাইলে আমি একটা বই দিয়ে নেতৃত বিকাশে সাহায্য করতে পারি। জন সি ম্যাক্সিওয়েল এর ” Develop the leader within you”

    এই বইটা (ইলেক্ট্রনিক কপি) প্রত্যেক একশনিয়ার কে তাদের নেতৃত্ব উন্নত করতে সাহায্য করবে বলে আমার ধারণা।

  3. Samira says:

    অসাধারণ একটা লেখা। সবসময় কমিউনিটিঅ্যাকশনের সাথেই থাকতে চাই। :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *