Canadian Trillinium School এর বাচ্চারা নিজেদের পরিবার পরিজন, পাড়া-প্রতিবেশীদের থেকে কিছু অর্থ খাদ্য কাপড় সংগ্রহ করেছিল সহায়হীন সুবিধা-বঞ্চিত মানুষের মাঝে বিতরণের জন্য, আর এজন্য সাহায্য চেয়েছিল CommunityAction এর। আজকে সেটার প্রায় দশ কেজি চাল গিয়ে দিয়ে আসলাম রায়েরবাজারের একটি এতিমখানায়, যারা সত্যিই দুর্দশায় দিন কাটায়, কারণ তাদের স্থায়ী কোন দাতা নেই! যেতে যেতে ভাবছিলাম, গুলশানের সেই স্কুলটির বেশিরভাগ শিক্ষার্থীই সচ্ছ্বল পরিবারের, সন্দেহ নেই। আর রায়েরবাজারের এই স্কুলটি এতিম শিক্ষার্থীদের। কিন্তু তাতে কী? বাচ্চারাই তো উদ্যোগ নিয়ে বাচ্চাদের জন্য করছে, এই বা কম কীসে? :)
সবচেয়ে মজা হল যখন এতিমখানার দুই ছেলে আমাকে চিনে ফেলল, আর নিজেরা ফিসফিস করে কী যেন বলে হাহাহিহি করতে লাগল। পরে বুঝলাম, গত বছর কুরবানি ঈদে ওদের স্কুলের জন্য গরুর ব্যবস্থা করে দেয়া হয়েছিল Action: Hambaa’র অধীনে, সেটার সূত্র ধরে আমাকে চিনে ফেলেছে; আমার নাম দেয়া হয়েছে “হাম্বা ভাই” এবং সেই কারণে এত হাসাহাসি!!! :D
বাচ্চারাই বাচ্চাদের জন্য কাজ করছে, এর চেয়ে চমৎকার আর কী হতে পারে? :’) :’)
আর একটা ছোট্ট মজার গল্প :p
গত কুরবানী ঈদে Action: Hambaa শেষ হওয়ার পরপর একদিন নাবিলা আপুর বাসায় গিয়েছি। আপু তখন ঘুমাচ্ছিলেন। আন্টি আপুকে ডেকে তুললেন,
আপু: কে আসছে?
আন্টি: রাইয়্যান।
আপু: কোন রাইয়্যান?
আন্টি: ঐ যে গরু!!
O_o