কালো

আমার এই ছোট্ট নিবেদন ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলের সেই সব মেয়েদের জন্য, যাদের সাথে গত ২৯ শে অক্টোবর একটি সুন্দর বিকেল কাটিয়েছি।

Photo Credit: Sardar Tawhid — at Baptist Mission Integrated School, Mirpur, Dhaka.

কালো

 

he resident Tabla genius, Zerin. She has been at the school for 6 years now and studies in Class 6. Photo Credit: Sardar Tawhid — at Baptist Mission Integrated School, Mirpur, Dhaka.

আমি পঞ্চ ইন্দ্রিয়ের একটি অথবা দুটি অথবা তিনটি হতে বঞ্চিত।
কিন্তু আমি শ্বাস নেই,
দৃষ্টিহীন নয়নে আমারও জল আসে।
জানি, তোমার অবসরের জন্য সঞ্চিত সময় টুকুই তুমি আমার জন্য রেখেছো। 
কোন কর্তব্যের তলে তুমি তোমার অনুভূতি চাপা দিচ্ছ?
জন্ম নেয়া আমার ভুল নয়, আমার সৌভাগ্য।
এই সৌভাগ্য আমি ছুঁয়ে, শুঁকে, শুনে অনুভব করি।
তোমার কাছে হয়তো কালো একটি রঙ মাত্র।
কিন্তু সে আমার পরম বন্ধু, আমার বিধাতা।
তোমার হয়তো একটি সাদা ক্যানভাস আছে।
আছে অনেক রঙের তুলি।
আমার একটি কালো ক্যানভাস এবং একটি মাত্র তুলি।
তাতে তুমি হয়তো হতাশ হতে পারো, আমি কিন্তু দিব্যি আঁকি।
আমার পথ নাইবা হলো উন্মুক্ত,
নাইবা হলাম তোমার অবসরে দায়িত্ব-কর্তব্যের কারণ।
শুধু মানুষ হিসেবে সম্মান দিও।
পথে হাত বাড়িয়ে আলো দিও।
নিজের পায়ে দাঁড়াতে তোমার কাঁধে একটুখানি ভর দিতে দিও।
আমায় জ্ঞান রূপ আলো দিও।

 

 

This entry was posted in Action: Guardians in the dark. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *